জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৪, ১০:৩৩ এএম

জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং তাদেন অধিভুক্ত প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য শিক্ষাকার্যক্রম ও আবাসিক হল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

গতকাল মঙ্গলবার রাতে ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট পাঠানো চিঠিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সকল কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদান করা হলো।

banner
banner
Link copied!