নারায়ণগঞ্জে গাড়ি চাপায় বাবা ছেলে নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪, ০৮:৫৮ পিএম

নারায়ণগঞ্জে গাড়ি চাপায় বাবা ছেলে নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত গাড়ির চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত ওই ছেলের মা।

শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে সাতটায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কেওডালা এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা।  

নিহতরা হলেন- ঝালকাঠি সদর উপজেলার খেজুরা এলাকার সুরেশ ডাকুয়া (৩৫) ও তাঁর ছেলে লোকেশ ডাকুয়া (৯)। এই ঘটনায় আহত হয়েছেন লোকেশ ডাকুয়ার মা নিপু রায় (৩০)।

আহত নিপু রায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে।

উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, “সকাল সাড়ে সাতটার দিকে স্বামী স্ত্রী ও সন্তান ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিল। এ সময় চট্টগ্রামমুখী লেনে একটি অজ্ঞাত গাড়ির চাপায় তারা তিনজন আহত হন। পথচারীরা তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক লোকেশকে মৃত ঘোষণা করে। সেখান থেকে সুরেশ ও নিপু রায়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ঢাকা মেডিকেলে সুরেশ ডাকুয়ার মৃত্যু হয়। কাঁচপুর হাইওয়ে থানায় লোকেশ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সুরেশ ডাকুয়ার মরদেহ রাখা আছে।”

আহত নিপু রায় জানান, সুরেশ গ্রামে দর্জি কাজ করেন। শিশুটি গ্রামের একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।  তারা গ্রাম থেকে স্বামী-সন্তানসহ সোনারগাঁয়ের বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে এসেছিলেন। সকালে সেখান থেকে তারা বাড়ি ফিরছিলেন।

তিনি আরও বলেন, কেওঢালা বাসস্ট্যান্ড এলাকায় শিশুটি বাবার হাত ধরে সড়ক পার হচ্ছিল। তাদের পেছনে ব্যাগ হাতে সড়ক পার হচ্ছিল হচ্ছিল নিপু। এ সময় ঢাকার দিক থেকে আসা একটি বাস তাদের ধাক্কা দিয়ে চট্টগ্রামের দিকে চলে চায়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক বলেন, “দুপুর দেড়টা পর্যন্ত হতাহতদের পরিবারের কেউ যোগাযোগ করেনি। আমরা এ ঘটনায় জড়িত যানবাহনটিকে শনাক্তের চেষ্টা করছি। দুপুর পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি।”

গো নিউজ২৪

Link copied!