রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাতের আধারে রাবি কর্মকর্তাকে মারধর, থানায় জিডি

রাবি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৪, ০৫:৪১ পিএম

রাতের আধারে রাবি কর্মকর্তাকে মারধর, থানায় জিডি

ছবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাতের আধারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তাকে মারধরের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী। শনিবার চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম তথ্যটি নিশ্চিত করেছেন।

 

ওসি জানান, ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের কর্মকর্তা এনামুল হক। তিনি নগরীর চন্দ্রিমা থানাধীন মধ্যপাড়া মেহেরচণ্ডিয় বসবাস করেন। অভিযুক্তরা হলেন, আব্দুল জব্বারের ছেলে নুরুল ইসলাম খান লিটন, দিলুর ছেলে বাপ্পি, বাবলুর ছেলে রিমু। তারা সবাই মেহেরচণ্ডিতে বসবাস করেন।

 

জিডি সূত্রে জানা গেছে, গত ২০ মার্চ রাত প্রায় সাড়ে ১১ টার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের সভাপতির অফিস থেকে আলোচনা শেষে ফেরার পথে মেহেরচন্ডীর দীঘিরপাড়া মসজিদের সামনে ভুক্তভোগীকে অকারণে অকথ্য ভাষায় গালাগালি করে এবং প্রতিবাদ করলে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে জখম করে অভিযুক্তরা। তাদের হাত থেকে বাঁচতে আশেপাশে ডাকাডাকি করলে কিছু লোক চলে আসে। তখন প্রাণনাশের হুমকি দিয়ে অভিযুক্তরা চলে যান। শারীরিক আঘাতের কারণে রাজশাহী মেডিকেলে তিন দিন চিকিৎসাও নিয়েছেন তিনি। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী কর্মকর্তা এনামুল হক বলেন, ২০২০ সাল থেকে আমাদের নানাভাবে হয়রানি করছে লিটন। সে আমাদের এখান থেকে উচ্ছেদ করতে চায়। সেই ধারাবাহিকতায় গত ২০ মার্চ রাতে আমার ওপর হামলা করে। আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। এ কারণে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে নুরুল ইসলাম খান লিটন জানান, মারধরের কোন ঘটনা ঘটেনি। এ বিষয়ে আমি সংশ্লিষ্ট নই বলে জানান।

 

বর্তমান বাংলাদেশ

Link copied!