বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

পাকিস্তানে যাওয়া হচ্ছে না মোস্তাফিজের

নিউজ ডেস্ক মে ২৭, ২০২৫, ০৯:২০ পিএম
পাকিস্তানে যাওয়া হচ্ছে না মোস্তাফিজের

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এই মুহূর্তে সেদেশে অবস্থান করছে বাংলাদেশ দল। আগামী ২৮ মে লাহোরে শুরু হচ্ছে সিরিজটি। তবে, শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

 

দিল্লি ক্যাপিটালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গিয়ে চোটে পড়েছেন মোস্তাফিজ। তার পরিবর্তে টাইগার স্কোয়াডে ডাকা হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। লাল-সবুজ জার্সিতে ১৬টি টেস্ট আর ২টি ওয়ানডে খেললেও এখনো টি-টোয়েন্টি খেলা হয়নি খালেদের।

মোস্তাফিজের চোট নিয়ে গতকাল রোববার দেওয়া এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, গত রাতে (শনিবার) আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান মোস্তাফিজ। তার আঙুলে চিড় ধরেছে। ফলে তাকে কমপক্ষে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

 

মোস্তাফিজের আগে পাকিস্তান সফর থেকে চোটের কারণেই ছিটকে যান সাতক্ষীরার আরেক সন্তান সৌম্য সরকার। তার জায়গায় দলে জায়গা দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। অবশ্য, পিএসএল খেলার জন্য আগে থেকেই পাকিস্তানে অবস্থান করছিলেন তিনি। আর পাকিস্তানে যাননি সংঘাতের কারণে পিএসএল থেকে ফিরে আসা নাহিদ রানা। এখনো ট্রমা কাটিয়ে উঠতে পারেননি তিনি।

জনতার টিভি

Side banner

মোটিভেশন বিভাগের আরো খবর

banner
Link copied!