বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

অরল্যান্ডো সিটির কাছে ৩-০ গোলে বিধ্বস্ত মেসিবাহিনী, পেলেন হলুদ কার্ডও

নিউজ ডেস্ক মে ২৭, ২০২৫, ১০:৩৬ পিএম
অরল্যান্ডো সিটির কাছে ৩-০ গোলে বিধ্বস্ত মেসিবাহিনী, পেলেন হলুদ কার্ডও

এবার অরল্যান্ডো সিটির কাছে ৩-০তে বিধ্বস্ত হয়েছে মেসিবাহিনী। ম্যাচে মহাতারকাকে দেখতে হয়েছে হলুদ কার্ডও।

 

সোমবার (১৯ মে) সকালে ফ্লোরিডা ডার্বির পরাজয়ে সব প্রতিযোগিতা মিলে শেষ ৭ ম্যাচে কেবল একটিতে জয় থাকল মিয়ামির। ইস্টার্ন কনফারেন্সে তারা নেমে গেছে ছয় নম্বরে। তাদের পেছনে ফেলেছে অরল্যান্ডো।

৪৩ মিনিটে এগিয়ে যাওয়া অরল্যান্ডো ব্যবধান বাড়ায় ৫৩ মিনিটে। মিয়ামি গোল শোধ করবে কী, উল্টো শেষ বেলায় যোগ করা সময়ে গোল হজম করে বসে আরেকটি। ম্যাচের ৭৩ মিনিটে হলুদ কার্ড দেখেন সুয়ারেজ। দুই মিনিট পর মেসিকেও হলুদ কার্ড দেখান রেফারি।

 

আগের ম্যাচে একদমই নিষ্প্রভ থেকে বেশকিছু ভুল করা মেসি এদিন কিছু ঝলক দেখিয়েছেন। তবে প্রত্যাশিত চেহারার কাছাকাছিও ছিলেন না। অরল্যান্ডোর জমাট রক্ষণের কাছে বারবার ব্যর্থ হয়েছেন তিনি ও সুয়ারেজ। চলতি লিগে ১০ ম্যাচে মেসি জালের দেখা পেয়েছেন ৫বার।

জনতার টিভি

Side banner

মোটিভেশন বিভাগের আরো খবর

banner
Link copied!