কোরবানি: তাকওয়া, ত্যাগ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রতীক

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০১:১৮ এএম

কোরবানি: তাকওয়া, ত্যাগ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রতীক

কোরবানি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। এটি মূলত তাকওয়া, ত্যাগ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রতীক। হজরত ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র ইসমাইল (আ.)-এর মহান ত্যাগের স্মরণে প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে মুসলিমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করে থাকেন।

 

কোরআনের আলোকে কোরবানির গুরুত্ব

আল্লাহ তাআলা বলেন: "তাদের মাংস ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়াই পৌঁছে।"
— (সূরা হজ: ৩৭)
এই আয়াত থেকে বোঝা যায়, কোরবানির মূল উদ্দেশ্য পশু জবাই নয়, বরং আত্মত্যাগ ও আল্লাহভীতি প্রকাশ।

মার্তৃভূমির খবর

banner
banner
Link copied!